Saturday, November 12, 2016

New 40% Daily RevShare in Pre-Launch--Payza Verified

আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে  Rev Share Instant
এটা সর্বোচ্চ ৪০% ডেইলি পে করবে। আর পেজা থাকাতে নিশ্চিন্তে ডিপোজিট করতে পারেন। স্ক্যাম করলে এ ডিসপুট দিতে পারবেন।
যদিও আমি পেজা এবং বিটিসি ২ টা দিয়েই ডিপোজিট করব।
যদি ডিসপুট এর বেপারে হেল্প লাগে নিচে দেওয়া ফেসবুক লিঙ্ক থেকে আমার সাথে

Wednesday, November 2, 2016

8th payment from Luxuryshare এর-40% Daily RevShare (A to Z Bangla)

luxuryshares সম্পর্কে পূনরায় পোস্ট দেওয়ার একটাই কারণ-
সাইটটি ১৬  দিন হল লঞ্চ করেছে এবং আমি অলরেডি ৬ টা Payment পেয়েছি এবং আজকেই আর একটা পেমেন্ট এর অপেক্ষায় আছি।
উল্লেখ্য,আমই মাত্র ৬০ ডলার ডিপোজিটএ  ১৬০ ডলার  Withdraw দিতে পেরেছি।
প্রথমে অনেকেই সাইটটিকে তাড়াতাড়ি স্ক্যাম করবে বলে ধরে নিলেও সাইটটা এখন অনেক Stable. কারন সাইটটাতে প্রতিদিনই কোন না কোন বড় লিডার জয়েন করছে।
আর সবচেয়ে বড় কথা আমি সাইটটিতে এখন ফেসবুক এডমিনের দায়িত্ব

Monday, October 31, 2016

MPA এর মালিক Uday Nara এর নতুন সাইট---mypayingcryptoads ( A to Z )

mypayingcryptoads সম্পর্কে বলার আগে MyPayingAds বা MPA সম্পর্কে একটু বলে নিই।


MyPayingAds বা MPA হচ্ছে ১০০% ট্রাস্টেড রেভেনিও শেয়ারিং সাইট।
রেভেনিও শেয়ারিং সাইট এর মধ্যে এটিকে সবচেয়ে স্টেবল সাইট বলতে পারেন। মার্চ,২০১৫ থেকে Launch করার পর থেকে এটি নিয়মিতি পে করে আসছে। এটি রেভেনিও শেয়ারিং সাইটের মধ্যে অনেকেরই ১ নম্বর পছন্দ। কিছু দিনের মধ্যেই সাইটিতে ২ লাখ মেম্বার হয়ে যাবে।  

MyPayinAds এর বিজনেস মডেল হচ্ছে Advertise and Get Paid
মানে আপনি সেখানে Advertise করবেন তার বিনিময়ে পেমেন্ট পাবেন।
এটাকে

Friday, December 11, 2015

MyPayingAds (MPA) এর এ টু জেড বিস্তারিত বর্ননা (স্ক্রিনশর্টসহ)

MyPayingAds (MPA) কি?

MyPayingAds হচ্ছে একটি রেভেনিও শেয়ারিং সাইট। এটি ট্রাস্টেড এবং সহজেই কাজ করা যায়।রেভেনিও শেয়ারিং সাইট এর মধ্যে এটিকে স্টেবল সাইট বলতে পারেন। মার্চ মাসে Launch করার পর থেকে এটি নিয়মিতি পে করে আসছে। এটি রেভেনিও শেয়ারিং সাইটের মধ্যে অনেকেরই ১ নম্বর পছন্দ। কিছু দিনের মধ্যেই সাইটিতে ১ লাখ মেম্বার হয়ে যাবে।  এটি আপনার ইনভেস্ট এর উপর ১২০% থেকে ১৫০%  লাভ দেয়। প্রতিদিন ৫ মিনিট সময় দিলেই হবে।

Wednesday, December 9, 2015

Payza একাউন্ট খোলা, ভেরিফাই হতে শুরু করে ব্যাংক একাউন্ট, উইথড্র, ডিপোজিত করা সহ নিয়মাবলী সব কিছু এক টিউনেই!!

আজকে আপনাদের শেখাবো কিভাবে  পেইজা একাউন্ট খুলবেন,  ভেরিফাই করবেন এবং পেইজা হইতে যাবতীয় অর্থ ব্যাংকের একাউন্টে উইথড্র কিংবা ডিপোজিত করবেন।
বর্তমানে Payza কতটা জরুরী তা ব্যবহারকরী মাত্রই অবগত। কেননা, বাংলাদেশে যেহেতু পেপালের কার্যক্রম নাই সেখানে একটু হলেও গুরু দ্বায়িত্ব পালন করছে পেইজা। পেইজা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। এই বিষয়ে অসংখ্যক টিউন করা হয়েছে। বিশ্বের প্রায় ৯০ টির বেশী দেশে পেইজা কার্যক্রম আছে, সেই হিসাবে বাংলাদেশে এর আঞ্চলিক অফিস আছে। পেইজা একাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ নই। প্রায় ১ মিনিট সময় ব্যয় করেই এই একাউন্ট ওপেন করা যায়।